বনেকের ভার্চুয়াল মিটিং এর সময় নির্ধারণ

প্রকাশের তারিখ: 03/11/2020

সম্মানিত সদস্যগণ, আগামী সোমবার (২০ জুলাই) রাত ১০ ঘটিকায় বনেকের ভার্চুংয়াল মিটিং অনুষ্ঠিত হবে। এসময় নিম্নলিখিত বিষয়গুলোর উপর আলোচনা ও সিন্ধান্ত গ্রহন করা হবে।

আলোচ্য সূচী:
১. করোনা পরবর্তি কার্যক্রম
২. করোনা মধ্যবর্তি কার্যক্রম
৩. নতুন সদস্য সংগ্রহ
৪. বিভাগীয় কমিটির সর্বশেষ অবস্থা
৫. বর্নার্তদের ত্রান কার্যক্রমের আপডেট
৬. অনলাইন নিউজ পোর্টাল রেজিস্ট্রেশন শুরু। এরপর আমাদের করনীয়।
৭. সংগঠনের রেজিষ্ট্রেশন

যেভাবে মিটিং এ অংশগ্রহন করবেন: আপনি মোবাইলে অংশগ্রহন করতে চাইলে প্লেস্টোর থেকে zoom meating এ্যাপস ডাউনলোড করুন বা এই লিংকে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন এখানে ক্লিক করে।

এ্যাপস অপেন করার পর নিম্নের আইডি এবং পার্সওয়ার্ড দিবেন: Personal Meeting ID 755 801 1756, Password: bonec2020

অনুগ্রহপূর্বক সকলে উক্ত ভার্চুয়াল মিটিং এ উপস্থিত থাকবেন।

বিনীত
আমিরুল ইসলাম আসাদ
সাধারণ সম্পাদক