জরুরী সভা অনুষ্ঠিত, গুরুত্বপূর্ণ সিন্ধান্ত গ্রহন
প্রকাশের তারিখ: 22/11/2020
রবিবার (২২ নভেম্বর) বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্বনির্ধারিত সময় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বেশ কিছু সিন্ধান্ত গ্রহন করা হয়। বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের সভাপতি মোঃ খায়রুল আলম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম আসাদ।
সভায় যেসব সিন্ধান্ত গ্রহন করা হয়েছে: বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর কেন্দ্রীয় পরিষদের কমিটির আয়তন ছোট করা সহ বেশ কিছু সিন্ধান্ত গ্রহন করা হয়। সিন্ধান্ত সমূহের মধ্যে উল্লেখ্যযোগ :
১. আগামী দুই মাসের মধ্যে পুরাতন সকল সদস্যকে বনেকের ওয়েব সাইট www.bonec.org তে পুনরায় রেজিষ্ট্রেশন কার্যক্রম শেষ করতে নির্দেশনা দেয়া হয়েছে।
২. সংগঠনের গঠনতন্ত্র পূর্নাঙ্গভাবে তৈরির উদ্যোগ গ্রহন করা হয়েছে।
৩. সংগঠনটির সরকারীভাবে রেজিষ্ট্রেশন নেয়ার কার্যক্রম হাতে নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।
৪. বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর উদ্যোগে ফ্রি কর্মশালার আয়োজন করা হবে। যাতে সংগঠনের সংশ্লিষ্ট সহ সবাই অংশগ্রহন করতে পারবে।
৫. বিভাগীয় কমিটি সমূহ পূর্ণগঠনের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
৬. বনেকের সদস্যদের মধ্যে যারা অনলাইন গণমাধ্যম রেজিষ্ট্রেশনের জন্য এখনও আবেদন করেনি তাদেরকে সহযোগীতার সিন্ধান্ত নেয়া হয়েছে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি তাজবীর সজিব, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নাতুন নাহার, প্রতিষ্ঠাতা সভাপতি আতাহার হোসেন সুজন, প্রচার সম্পাদক নাহিদুর রহমান, দপ্তর সম্পাদক তারেক ভূইয়া, ঢাকা বিভাগীয় প্রধান মোঃ তারেকুজ্জামান খান, শিক্ষা বিষয়ক সম্পাদক আজাহারুল ইসলাম আজাহার, কাজী সাইফুল ইসলাম সহ আরো অনেকে।