বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ

একটি অরাজনৈতিক এবং সেবামূলক সংগঠন। অনলাইন সংবাদপত্রের অধিকার আদায়ে প্রতিজ্ঞাবন্ধ।

বিস্তারিত

আমাদের লক্ষ্য

ডিজিটাল বাংলাদেশের অন্যতম ধারক এবং বাহক ডিজিটাল গণমাধ্যম সমূহের সাথে জড়িত ব্যাক্তিবর্গকে একই ছায়াতলে নিয়ে আসা। অর্থাৎ ব্যাক্তিগত কম বিনিয়োগের নিউজ পোর্টালগুলোকে এক ছাদের নিচেই আনা, কথায় আছে দশের লাঠি একের বোঝা। এক হয়ে থাকলে যেকোন সংকটে কাঁধে কাধ মিলিয়ে তার সমাধান করা সম্ভবপর হবে।

আমাদের পরিবারে যোগদিন

অনলাইন সাংবাদিকতার সাথে জড়িত সকল সাংবাদিকদের সরকারী বিধি-বিধান ও আইন মেনে চলার মানসিকতা এবং পেশাদারিত্বের মাধ্যমে কার্যক্রম পরিচালনার সেতু বন্ধন হচ্ছে বনেক। আজই বনেক পরিবারে যোগদিন।

Join Now

আমাদের উদ্দেশ্য

একটি শক্তিশালি সংগঠনরুপে প্রতিষ্ঠিত করা। যে প্রতিষ্ঠান ব্যাক্তি স্বার্থের উর্দ্ধে থেকে ডিজিটাল বাংলাদেশের অন্যতম ধারক এবং বাহক ডিজিটাল গণমাধ্যম সমূহের সাথে জাড়িত ব্যাক্তিবর্গকে একি ছায়াতলে নিয়ে আশাই আমাদের উদ্দেশ্য। 

নতূন সদস্য হওয়ার শর্তাবলী

এই সংগঠনের সদস্য পদ লাভের জন্য অবশ্যই কতগুলো শর্তাবলী অর্জন করতে হবে। বিস্তারিত এখানে ক্লিক করে দেখুন। 

ছবি ঘর

বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদের বিভিন্ন সময়ের ছবি সমূহ।

কেন্দ্রীয় কমিটি

২৫ অক্টোবর রোজ শুক্রবার ২০১৯ইং তারিখে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ (বনেক) এর কেন্দ্রীয় পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

আমিরুল ইসলাম আসাদ

সাধারণ সম্পাদক

খাইরুল আলম রফিক

সভাপতি

তাজবীর সজীব

সিনিয়র সহ-সভাপতি